
কুরআন কথন - সংখ্যা ১
কুরআন ভিত্তিক একটি মুখপত্র হিসেবে আজ ‘কুরআন কথন’-এর প্রথম সংখ্যা প্রকাশিত হল, মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া-আলহামদুলিল্লাহ। ঠিক এ জাতীয় একটি প্রকাশনার আকাঙ্ক্ষা আমার বহু বছরের। ২০০৩ সালে এমনই ইচ্ছা থেকে নিজ উদ্যোগ ও প্রচেষ্টায় পরীক্ষামূলক একটি ক্ষুদ্র সংখ্যা বের করেছিলাম, নাম ছিল ‘সমর্পণ’। বস্তুত ‘কুরআন কথন’ এত বছর বাদে সমর্পণ-এর পরিণত কলেবর।
আল-কুরআন নিয়ে আগ্রহী মানুষের কথার শেষ নেই, হাজার বছর ধরে কথা আর যুক্তি-তর্কের সেই স্রোত অবিরাম ছুটে চলেছে। পুরো পৃথিবী জুড়ে ‘খলিফা’র আদর্শ বিরোধী যাবতীয় কর্মকাণ্ড দ্বারা আমরা কিয়ামতকে অধিকতর কাছে টেনে নিয়ে এসেছি। অন্যদিকে ‘তথ্য-প্রযুক্তি’ নামক এক সর্বপ্লাবী কৃত্রিম সত্তা পুরো বিশ্বকে কার্যকরভাবে এখন আমাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে। ঠিক তখন, বেলাশেষের ঠিক সেই আগমুহূর্তে বাংলা ভাষায় আমরা কিছু সুচিন্তিত কথা ‘কুরআন কথন’-এর মাধ্যমে বাংলাভাষী জনগোষ্ঠীর মাঝে বিনিময় করতে ইচ্ছুক।