
মাতৃভাষা বাংলায় কুরআন অধ্যয়নের প্রয়োজনীয়তা
শয়তানের চক্রান্ত নস্যাৎ করে দিন। আল কুরআনের দিকে প্রত্যাবর্তন করুন। এবং আজ, এখন থেকেই সিদ্ধান্ত নিন যে মৃত্যুর আগে অন্তত একবার মাতৃভাষায় পুরো কুরআনটা বুঝে বুঝে পড়বেন। মনে রাখবেন আল কুরআন আল্লাহ সহজ করে দিয়েছেন উপদেশ গ্রহণের জন্য এবং তিনিই এর একমাত্র শিক্ষক।